রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

পদত্যাগ ছাড়া পথ নেই

নিজস্ব প্রতিবেদক

পদত্যাগ ছাড়া পথ নেই

সরকারের সামনে পদত্যাগ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চ। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মঞ্চ বলেছে, এ সরকারকে আর তারা ক্ষমতায় দেখতে চায় না। রাজধানীর তোপখানা রোডে গতকাল নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের জরুরি সংবাদ সম্মেলনে মঞ্চের নেতারা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, মৃত্যুর একটা মিছিল শুরু হয়েছে। এটা একটা মৃত্যু উপত্যকা বানিয়ে ফেলেছে। উনি এখনো বুঝতে পারছেন না যে, তার যে পদত্যাগের রাজনৈতিক মৃত্যুঘণ্টা বেজে গেছে। সেটা উনি ঠিকমতো বুঝতে পারছেন না। থামাতে পারবেন না। আমি মনে করি, আমরা মনে করি এ সরকারের মৃত্যুঘণ্টা বেজেছে। তাদের যেতে হবে। যদি শুভবুদ্ধি থাকে তাহলে পদত্যাগ করেন। যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন তত ক্ষয়ক্ষতি কমাতে পারবেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আর এক দিন ক্ষমতায় থাকা মানে বাংলাদেশে অর্থনৈতিকভাবে বিপর্যয়, রাজনৈতিক দিক থেকে বিপর্যয়, আরও প্রাণহানি, নির্যাতন-নিপীড়ন এবং আরও রাষ্ট্রীয় সহিংসতার মুখোমুখি হওয়া।

সর্বশেষ খবর