বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

কারামুক্ত খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

কারামুক্ত খালেদা জিয়া

খালেদা জিয়ার সঙ্গে গতকাল দেখা করেন মির্জা ফখরুল

দীর্ঘ সাড়ে ছয় বছর পর কারামুক্ত হলেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্দেশে তাকে মুক্তি দেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। কারামুক্তির সংবাদে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন শুকরিয়া আদায় করে বলেছেন, ম্যাডাম অনেক জটিল রোগে ভুগছেন। শরীর অত্যন্ত দুর্বল। মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তিনি (ম্যাডাম) এখনো মারাত্মকভাবে অসুস্থ রয়েছেন। একটু সুস্থবোধ করলেই জনসমক্ষে আসবেন। দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের দেওয়া প্রেস বিফিংয়ে এ তথ্য জানান। এরপর বিকাল ৩টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো উপপ্রেস সচিব মুহা. শিপলু জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার মুক্তির কথা জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বিভিন্ন রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। ১ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন। একই বিজ্ঞপ্তিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে বলেও জানানো হয়। ছাত্রদের আন্দোলনের মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। একই দিন বিকালে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই বৈঠকে সিদ্ধান্ত হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটক সব বন্দিকে মুক্তি দেওয়ারও সিদ্ধান্ত হয় বৈঠকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সোমবার রাতে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর