শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা উপদেষ্টাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা উপদেষ্টাদের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস -বাংলাদেশ প্রতিদিন

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর গতকাল সকালেই জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ অন্য উপদেষ্টারা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। সকাল ১০টার কিছু পরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর অন্য ১৩ উপদেষ্টাকে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেয়। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জন উপদেষ্টা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে প্রথমে ড. মুহাম্মদ ইউনূস ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে ১৩ জন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধা জানিয়েছেন।

সর্বশেষ খবর