শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

নাহিদ তথ্যপ্রযুক্তি যুব ও ক্রীড়ায় আসিফ

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা থেকে এখন অন্তর্বর্তী সরকারে মো. নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সদ্যগঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর পেয়েছেন মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গতকাল উপদেষ্টাদের মধ্যে মন্ত্রণালয় বণ্টন করেন। যা পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়।

সরকারের প্রজ্ঞাপন থেকে জানা যায়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম। যে মন্ত্রণালয়ের সর্বশেষ দায়িত্বে ছিলেন জুনাইদ আহমেদ পলক। 

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাজমুল হাসান পাপন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বিলুপ্ত হয়ে যায় মন্ত্রিসভা। এখন অন্তর্বর্তী সরকারই দেশ চালাবেন।

সর্বশেষ খবর