বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
হোয়াইট হাউসের ব্রিফিং

শেখ হাসিনাকে উৎখাতে জড়িত নয় যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক

শেখ হাসিনাকে উৎখাতে জড়িত নয় যুক্তরাষ্ট্র

শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে- এমন অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে বলেছেন, এমন অভিযোগ ডাহা মিথ্যা। তিনি এও বলেন, আমরা বিশ্বাস করি, বাংলাদেশে সরকারের ভবিষ্যৎ দেশের মানুষই নির্ধারণ করবেন। স্থানীয় সময় গত সোমবার ওয়াশিংটনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে কারিন জ্যঁ-পিয়েরেকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, তাঁকে ক্ষমতা থেকে সরতে বাধ্য করার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে। বাংলাদেশের একটি দ্বীপ ওয়াশিংটনের হাতে তুলে না দেওয়ার কারণে তাঁর এমন পরিণতি। দ্বীপটি দিতে রাজি হলে তিনি হয়তো ক্ষমতায় টিকে যেতেন। এমন অভিযোগের বিষয়ে মার্কিন প্রশাসনের প্রতিক্রিয়া কী? জবাবে কারিন জ্যঁ-পিয়েরে বলেন, এসবের পেছনে আমরা জড়িত নই। মার্কিন প্রশাসনের জড়িত থাকা নিয়ে যে কোনো প্রতিবেদন বা গুঞ্জন ডাহা মিথ্যা, একদমই সত্য নয়। কারিন জ্যঁ-পিয়েরে আরও বলেন, বাংলাদেশের মানুষ নিজেদের জন্য এই পছন্দ বেছে নিয়েছেন। আমরা বিশ্বাস করি, বাংলাদেশে সরকারের ভবিষ্যৎ দেশের মানুষই নির্ধারণ করবেন। এটাই আমাদের অবস্থান। তাই এমন কোনো অভিযোগ করা হলে আমি এখানে যা বলেছি, সব সময়ই তা বলব, এটা একদমই সত্য নয়।

সর্বশেষ খবর