বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও ষড়যন্ত্রে

দিনাজপুর ও সৈয়দপুর প্রতিনিধি

আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও ষড়যন্ত্রে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশটাকে নতুন করে সাজাতে হবে। আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি কেউ যেন আঙুল তুলতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। তাদের জানমাল, ধর্মীয় প্রতিষ্ঠান নিরাপত্তার দায়িত্ব আপনাদের। দয়া করে কারও সঙ্গে ঝগড়া-বিবাদে জড়াবেন না। গতকাল দুপুরে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সড়কপথে ঠাকুরগাঁও যাওয়ার পথে সৈয়দপুর উপজেলার শহীদ সরণিতে (সিএসডি মোড়) পথসভায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে দেশে অশান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। তারা হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘর ও মন্দিরে হামলা করছে। দেশ নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র। এ ষড়যন্ত্র রুখে দিতে হিন্দু সম্প্রদায়ের জানমাল রক্ষায় বিএনপি নেতা-কর্মীদের দায়িত্ব নিতে হবে। এ সময় সৈয়দপুর বিএনপির সভাপতি অধ্যক্ষ আবদুল গফুর সরকার, সহসভাপতি শফিকুল ইসলাম জনি ও সুমিত কুমার আগারওয়ালা, সাধারণ সম্পাদক শাহিন আকতার, সহসাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, বিএনপি নেতা শওকত হায়াৎ শাহ, শাহিন আকতারসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এদিকে, দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য দানকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। আমরা তখন থেকেই তাদের এ কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে আসছি। আওয়ামী লীগ সরকার আমাদের ৬০ লাখ লোকের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। প্রায় ১ হাজার লোককে গুম ও ৩ হাজার জনকে হত্যা করেছে। বিভিন্ন সময় হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। আপনাদের অনেকে অনেক বার কারাগারে গেছেন। পথসভায় সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া, চিরিরবন্দর বিএনপির আহ্বায়ক মো. নূর-এ-আলম সিদ্দিকী নয়ন, খানসামার ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনসহ দিনাজপুর সদর, খানসামা ও চিরিরবন্দর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর