বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

শান্তি ফেরানোর প্রচেষ্টাকে স্বাগত জাতিসংঘের

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন তার উপ মুখপাত্র ফারহান হক। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সমর্থনে বাংলাদেশে শান্তি ফেরানো এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। বাংলাদেশ সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই আগামী দিনে অন্তর্বর্তী সরকারকে দেশব্যাপী নারী, তরুণ ও জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর বিবেচনা করে অন্তর্ভুক্তিমূলক হতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করে তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন মহাসচিব। একই সঙ্গে সব ধরনের সহিংসতামূলক কর্মকাণ্ডের পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া অব্যাহত রেখেছেন তিনি।

বাংলাদেশ প্রতিদিনের এক প্রশ্নের জবাবে উপ মুখপাত্র ফারহান বলেন, আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা আশা করছি যে সরকার গঠনের জন্য একটি মুক্ত, অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে। এ ছাড়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য খুব দ্রুতই একটি সময়সূচি আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

সর্বশেষ খবর