রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

শেখ হাসিনাকে দেশে এনে বিচার করুন

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনাকে দেশে এনে বিচার করুন

বাংলাদেশের ইতিহাসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে বলতে হবে যদি ভারত থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে নিয়ে এসে ফাঁসি দিতে পারে, তাহলে অবিলম্বে শেখ হাসিনাকেও দেশে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’ গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সমাবেশ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনাকে দেশে এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে এর আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আমার নেতা তারেক রহমানের একটি শব্দ কোনো পত্রিকায়, কোনো টেলিভিশনে প্রচার করতে দেয়নি অবৈধ সরকার। তাই অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলতে চাই-যারা বিগত ১৬ বছরে আমাদের নেতা শহীদ জিয়ার বিরুদ্ধে কথা বলেছে তাদের আইনের আওতায় প্রথমে আনতে হবে।’ এ সময় ডিবি হারুনের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘কোথায় হারুন? কোথায় বিপ্লব? তাদের খুঁজে বের করতে হবে। যারা এ ছাত্র আন্দোলনে গুলির নির্দেশ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ফজলুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর