সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

পরিস্থিতি জটিল না হলে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি নয়

নিজস্ব প্রতিবেদক

পরিস্থিতি জটিল না হলে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি নয়

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, পরিস্থিতি জটিল না হলে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হবে না। আমরা চাই দাম সহনীয় রাখতে। চেষ্টা করব জনপ্রত্যাশা পূরণ করতে। বিশেষ বিধান আইনে আর নতুন কোনো প্রকল্প নেওয়া হবে না। যেসব প্রকল্প চুক্তির প্রক্রিয়ায় রয়েছে, সেগুলো বন্ধ থাকবে। গতকাল সচিবালয়ে সাংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মুহাম্মদ ফাওজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর গতকালই দুপুর ২টায় প্রথম সচিবালয়ে আসেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাহী আদেশে আর বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করা হবে না। দাম সমন্বয় করতে হলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে পাঠানো হবে। অতিরিক্ত যে কোনো ব্যয় বন্ধ করে মিতব্যয়িতা নীতি গ্রহণ করতে হবে কিন্তু কাজ কমানো যাবে না। কম অর্থে বেশি কাজ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর