মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ব্যাংকে দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে

আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকে দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে

দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ব্যাংকগুলোকে দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। ব্যাংকগুলোতে যে অবস্থা শুরু হয়েছে তাতে সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। এতে আমানতকারীরা ব্যাংকবিমুখ হয়। তাই যত দ্রুত সম্ভব ব্যাংকগুলোতে দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। আবদুল আউয়াল মিন্টু বলেন, বিগত সময়ে অনেকগুলো ব্যাংক দখল হয়েছে, এগুলো উদ্ধার করতে হবে। একই সঙ্গে এসব ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ঋণ বিতরণে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেউ চাইলেই ব্যাংক থেকে টাকা বের করে নিয়ে যেতে পারেন না। টাকা বের করে দেন কতিপয় অসাধু কর্মকর্তারা। তাই ঋণ জালিয়াতির জন্য এই অসাধু কর্মকর্তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

 

সর্বশেষ খবর