ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার পার্টির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর বনানীতে মেননের নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতা হত্যা ও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা অভিযোগে তাকে আসামি করা হয়েছে। সর্বশেষ গতকাল জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে জিয়াউর হক নামের এক আইনজীবী এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
নানকের বাসায় অভিযান : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে নানকের বাসায় এ অভিযান চালানো হয়। স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যার পর নানকের উপস্থিতির সন্দেহে বাসাটিতে নজরদারি শুরু করে শিক্ষার্থীরা। তবে কোনো রকম লুটপাট যেন না হয়, সেজন্য সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে রাখে। সে সময় শিক্ষার্থীরা জানায়, নানকের এ বাসায় অস্ত্র থাকতে পারে ও তিনি লুকিয়ে থাকতে পারেন সন্দেহে তারা বাসায় তল্লাশি চালায়। তবে বাসার ভিতরে কোনো অস্ত্র পাওয়া যায়নি। বাসায় অনেক চালের বস্তা, কম্বলের বস্তা পায় তারা। নানকের বাসায় এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ছবি দেখতে পায় শিক্ষার্থীরা। বিশেষ করে, বিভিন্ন আলেমদের ছবি টাঙানো দেখতে পায়।