শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
বিশেষজ্ঞ অভিমত

বৃষ্টি থামলে তিন-চার দিনের মধ্যে কমবে বন্যা

আইনুন নিশাত

আবির আব্দুল্লাহ

বৃষ্টি থামলে তিন-চার দিনের মধ্যে কমবে বন্যা

পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত বলেছেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া নির্ভর করছে বৃষ্টির ওপর। বৃষ্টি থেমে গেলে পানি নেমে যেতে তিন থেকে চার দিন সময় লাগবে। কারণ পাহাড়ি নদীর পানি খুব দ্রুতই নেমে যায়। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। অধ্যাপক আইনুন নিশাত আরও বলেন, বৃষ্টি যদি গতকাল (বৃহস্পতিবার) থেমে গিয়ে থাকে তাহলে আর তিন-চার দিনের মধ্যে বন্যার পানি নেমে যাবে। আর বৃষ্টি যদি আরও দুই-তিন দিন চলে তাহলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ সময় লাগবে। সবকিছুই বৃষ্টির ওপর নির্ভর করছে। এটা নিয়ে অনুমাননির্ভর কথা বলা সম্ভব নয়। আর এসব বিষয় নিয়ে কাজ করে আবহাওয়া অধিদপ্তর। তারা এগুলো পর্যালোচনা করেই আবহাওয়ার পূর্বাভাস প্রদান করে। ড. আইনুন নিশাত বলেন, আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে যে ভাষা ব্যবহার করে তা সাধারণ মানুষ বুঝে না। এ ভাষার পরিবর্তনের প্রয়োজন রয়েছে। মানুষ বুঝতে পারবে-এমন ভাষা ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ- দিল্লি কয়েকদিন আগে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল। আগরতলাতে বলা হয়েছে রেড অ্যালার্ট। আমাদের সীমান্তের ১০-২০ কিলোমিটার দূরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, অথচ আমাদের আবহাওয়া বিভাগ কিছুই বলছে না। কাজেই এই পূর্বাভাসগুলোকে পর্যালোচনা করে সাধারণ মানুষের বোধগম্য করা উচিত। তবে বন্যা পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি এই জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ। তিনি বলেন, এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ডের ম্যানুয়াল ও গাইডলাইন রয়েছে। বন্যার পুনর্বাসনের জন্য যে কাজ করা জরুরি সেগুলোর দিকে নজর দিতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনার স্ট্যান্ডিং অর্ডার অনুযায়ী কাজ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর