রবিবার, ২৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ফেনীতে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ভিপি নূর

নিজস্ব প্রতিবেদক

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর গতকাল ফেনীতে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা সদরে বিভিন্ন গ্রাম ঘুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ট্রলারযোগে দিনভর ত্রাণ বিতরণ কার্যক্রমে নুরুল হক নূর ছাড়াও গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র সহ-সভাপতি ও কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসানাল আল মামুন, গণমাধ্যম কো-অডিনেটর আবু হানিফসহ সংগঠনের নেতা-কর্মীরা। এ প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেনী সদর এলাকার পার্শ্ববর্তী গ্রামগুলোতে ত্রাণসামগ্রী বিতরণ করেছি। প্রচুর মানুষ পানিবন্দি। যেখানেই চোখ যায়, সেখানেই শুধু পানি আর পানি। দুই-তলায় মানুষ বন্দি হয়ে আছেন। আমরা ঘুরে ঘুরে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি। নুরুল হক নূর আরও বলেন, অনেকে স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ নিয়ে আসছে কিন্তু তাদের এই এলাকা সম্পর্কে ধারণা না থাকায় একটা বেগ পেতে হচ্ছে। যেখানে একটু যাতায়াত সুবিধা সেখানেই ত্রাণ দিয়ে চলে যাচ্ছে। ট্রলার বা নৌকা না পাওয়ায় দূরবর্তী অঞ্চলে যেতে পারছে না। এতে প্রকৃত মানুষ সহায়তা পাচ্ছে না। তিনি আরও বলেন, এখানে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। যারা ত্রাণ দিতে আসবেন কষ্ট হলেও একটু দূরবর্তী এলাকায় যাবেন। ত্রাণ দেওয়ার ক্ষেত্রে যেন কেউ বঞ্চিত না হয় সেটি খেয়াল রাখা দরকার।

দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, হঠাৎ ভারত তাদের ব্যারাজগুলো খুলে দেওয়ার কারণে আজ এই দুর্ভোগ। আমরা মানুষের কষ্ট বোঝার জন্য সরেজমিন আজ এখানে এসেছি।

সর্বশেষ খবর