সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং জনগণের চলমান সংকট নিরসনে একটি রোডম্যাপ ঘোষণা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। এর আগে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি। নজরুল ইসলাম খান বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক সরকার দেশ এবং জনগণের বিরুদ্ধে সব অশুভ তৎপরতা সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বৈঠকে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব মানুষের এবং জনগণ ও রাষ্ট্রের সম্পদ সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালনের অব্যাহত রাখা, কেউ তা ব্যাহত করার চেষ্টা করলে প্রতিহত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে মূল উদ্দেশ্য স্বৈরাচারের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যথাশিগগিরই সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং জনগণের চলমান সংকট নিরসন করতে সরকার একটি রোডম্যাপ ঘোষণা করবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।  ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, কিছু দিন আগে স্বৈরাচারী সরকারের পতনের পর দেশে একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে, অতীতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি। তাদের রেখে যাওয়া বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং আমরা যারা তার সহযোগী হিমশিম খাচ্ছি। ঠিক সেই সময় একটা প্রাকৃতিক দুর্যোগ, স্মরণকালের ভয়াবহ বন্যা আমাদের আক্রমণ করেছে। তেমনি একটি পরিস্থিতি এ বৈঠকে সমস্ত বিষয়টি নিয়ে আমরা আলাপ-আলোচনা করেছি। এ মুহূর্তে দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি হিসেবে করণীয় সম্পর্কে কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করেছি। বৈঠকে ১২ দলীয় জোটের পক্ষে জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বাদল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল রাকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, পিএনপির চেয়ারম্যান ফিরোজ মো. লিটন উপস্থিত ছিলেন।-নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ খবর