ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে। ভারতের গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ফলে পূর্বাঞ্চলের পর উত্তরাঞ্চলেও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের মতে, আপাতত জেলায় বন্যার কোনো সম্ভাবনা নেই। বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীরা চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি অতিরঞ্জিত মন্তব্য করে বলেন, ‘যদি ফারাক্কার সবকটি গেট খুলে দেওয়া হয় তাহলে জেলার শিবগঞ্জ উপজেলার পানির স্কেল পাকা পয়েন্টে আসতে মাত্র আধাঘণ্টা সময় লাগার কথা। সেই হিসাবে পানির উচ্চতাও হু হু করে বেড়ে যাবে। কিন্তু আজ (সোমবার) সারাদিনে পদ্মায় পানি বেড়েছে মাত্র ২ সেন্টমিটার, যা বিপৎসীমার অনেক নিচে রয়েছে। পদ্মায় পানির বিপৎসীমা হচ্ছে ২২.৫ সেন্টিমিটার। কিন্তু এখন পানির উচ্চতা রয়েছে ২০.৮ সেন্টিমিটার। এ ছাড়া ফারাক্কার সবকটি গেট খুলে দেওয়া হলে জেলার আশপাশ ডুবতে মাত্র ৩ ঘণ্টা সময় লাগার কথা। কিন্তু পানিই বেড়েছে মাত্র ২ সেন্টিমিটার।’ তিনি আরও জানান, ফারাক্কার কিছু গেট সব সময় খোলা থাকে। সুতরাং এখন ভয়ের কিছু নেই। এদিকে ভারতের মালদহ জেলার ফারাক্কার স্থানীয় একটি সূত্র জানায়, গত কয়েকদিন থেকেই ফারাক্কার প্রায় ২০-২২টি গেট খোলা রয়েছে।