মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়ে প্রধান উপদেষ্টা

প্রত্যেকের অধিকার নিশ্চিত করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রত্যেকের অধিকার নিশ্চিত করবে সরকার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ একটি বিশাল পরিবার। এখানে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করবে সরকার। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই  যেখানে প্রত্যেক নাগরিক নির্ভয়ে তার ধর্ম পালন করতে পারবে এবং কোনো মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন পড়বে না। তিনি বলেন, আমাদের দায়িত্ব প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা। আমাদের কাজ হচ্ছে প্রত্যেক নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। প্রধান উপদেষ্টা আরও বলেন, আমরা সবাই সমান। আমাদের  দেশে মানুষের মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না। অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় বদ্ধপরিকর। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতারা সরকারপ্রধানকে শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশের উন্নয়ন কামনা করেন। তারা রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের প্রশংসা করে বলেন, এটি দেশে একটি অসাম্প্রদায়িক সমাজ গঠন এবং সমাজে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করতে সহায়তা করবে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে বিভিন্ন সময় মন্দিরের জমিসহ হিন্দুদের সম্পত্তি দখলের প্রসঙ্গ তুলে ধরেন হিন্দু নেতারা।

এ সময় শীর্ষ হিন্দু নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কাজল দেবনাথ ও মনীন্দ্র কুমার নাথ, ইসকনের চারুচরণ ব্রহ্মচারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বাসুদেব ধর ও সন্তোষ শর্মা এবং ইউনিভার্সেল  মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রীতি চক্রবর্তী।

 

 

 

সর্বশেষ খবর