বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশ নিয়ে যা বললেন জাতিসংঘ মুখপাত্র

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

বাংলাদেশ নিয়ে যা বললেন জাতিসংঘ মুখপাত্র

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, ‘আমাদের কোনো সন্দেহ নেই যে, রাজনৈতিক এবং মানবিক উভয় দিক থেকেই কঠিন একটি সময়ে দায়িত্ব গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। তারা আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে তাদের পক্ষে যতটা সম্ভব ততটা করবে।’

ডুজারিক সোমবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। চলমান বন্যাকবলিতদের ব্যাপারে প্রদত্ত বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের পক্ষে স্টিফেন ডুজারিক বলেছেন, বাংলাদেশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী যারা ভারতে প্রবল বৃষ্টিপাত এবং উজান থেকে আসা পানিপ্রবাহের কারণে আকস্মিক বন্যায় ভুগছে, সেসব বন্যাকবলিত এলাকার মানুষের মধ্যে আমাদের টিম পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম এবং খাবার বিতরণ করছে। যেমনটি আমরা আগেই উল্লেখ করেছি, গত মাসে ঘূর্ণিঝড় এবং মৌসুমি বন্যার সময় বাংলাদেশের মানবিক সংস্থাগুলোর কর্মীরা ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। লক্ষ্য ছিল ক্ষতিগ্রস্ত ১২ লাখ মানুষকে সহায়তা করার। আজ পর্যন্ত ৭ লাখের মতো মানুষকে সাহায্য প্রদান করা সম্ভব হয়েছে। ওই প্রকল্পে ৮০ মিলিয়ন ডলার পাওয়া যাবে বলে আশা করা হলেও এখন পর্যন্ত মাত্র ২০% অর্থ পাওয়া গেছে।

সর্বশেষ খবর