বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় সুমন সিকদার নামে একজনকে (৩১) গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার এ রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
অন্যদিকে, সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান ও সাবেক সংসদ সদস্য সাদেক খানের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে গত রাতে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয় টিপু মুনশিকে। পরে গতকাল আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে আট দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার এসআই রেজাউল আলম। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সকাল ৭টায় আদালতে হাজির করা হয় সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে। কোটা আন্দোলন চলাকালে আদাবর থানা এলাকায় জাকির নামে এক ব্যাক্তিকে গুলি করে হত্যার মামলায় সাদেক খানকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। অন্যদিকে কোটা আন্দোলন চলাকালে আদাবর থানা এলাকায় সুমন নামে এক ব্যাক্তিকে গুলি করে হত্যার মামলায় জিয়াউল আহসানকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৪ আগস্ট রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেফতার করা হয়। এরপর মোহাম্মদপুরে ট্রাকচালক সুজন (২৫) হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরদিন ২৫ আগস্ট তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ট্রাকচালক সুজন হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।