রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
মির্জা ফখরুল ইসলাম

বিএনপির নামে চাঁদাবাজি করলে পুলিশে দিন

কুমিল্লা প্রতিনিধি

বিএনপির নামে চাঁদাবাজি করলে পুলিশে দিন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে’ তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, একটি মহল ছাত্র-জনতার বিজয়কে নস্যাতের অপচেষ্টা  করছে। গত ১৫-১৬ বছরে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার বিএনপির বিভিন্ন নেতার বিরুদ্ধে কথা বলে পুরো দলকেই বিতর্কিত করার চেষ্টা হচ্ছে। গণমাধ্যমে আমাদের নেতা-কর্মীদের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। অথচ আমরা বারবার বলে আসছি এসবের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। দলের নাম ভাঙিয়ে এসব অপকর্মে জড়িতদের পুলিশে ধরিয়ে দিতে হবে। তাদের ব্যাপারে দলীয় কোনো সুপারিশ থাকবে না। এসব দুর্বৃত্তকে প্রতিহত করতে হবে।

গতকাল দুপুরে কুমিল্লার লালমাই উপজেলায় বিএনপি আয়োজিত ত্রাণ বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় ছোট শরীফপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলার দুই সহস্রাধিক বানভাসি মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে ত্রাণসামগ্রী এবং ওষুধ তুলে দেওয়া হয়। বিএনপি নেতা মাসুদ করিমের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিন, শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য ড. খন্দকার মারুফ হেসেন।

সর্বশেষ খবর