রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

এক দিনেই অলআউট পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

এক দিনেই অলআউট পাকিস্তান

বৃষ্টিতে ভেসে গেছে রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন। গতকাল ছিল টেস্টের দ্বিতীয় দিন। বৃষ্টির ছিটেফোঁটা ছিল না। রৌদ্রকরোজ্জ্বল ছিল দিন। আলোকিত দিনটি নিজেদের করে নেয় বাংলাদেশ। অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ ঘূর্ণি ও তাসকিন আহমেদ ফাস্ট বোলিংয়ে ৮৫.১ ওভারে ২৭৪ রানে অলআউট করে পাকিস্তানকে। গতকাল ইনিংসের প্রথম বলে উইকেট হারাতে হারাতে বেঁচে যাওয়া বাংলাদেশ দিন পার করে বিনা উইকেটে ১০ রান তুলে। ২৬৪ রানে পিছিয়ে আজ তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবে নাজমুল বাহিনী। স্পিনার মেহেদি মিরাজ ঘূর্ণির মায়াজালে আউট করেন সাইম আইযুব, শান মাসুদ, খুররম শাহজাদ, আবরার আহমেদ ও মোহাম্মদ আলিকে। মিরাজের স্পেল ২২.১-২-৬১-৫। ১৪ মাস পর সাদা পোশাক ও লাল বলে ফিরে আবারও আলোকিত বোলিং করেন তাসকিন। পাকিস্তানকে অলআউট করতে সামনে থেকে নেতৃত্ব দেন তাসকিন। তার বোলিং স্পেল ১৭-২-৫৭-৩। দুর্ভাগ্য সাকিব আল হাসানের। বিশ্বসেরা অলরাউন্ডার উইকেট পেয়েছেন মাত্র ১টি। কিন্তু তার ক্যাচ মিস হয়েছে ৩টি এবং নিজে ক্যাচ নিয়েছেন ২টি।

গ্রোইন ইনজুরির জন্য শেষ মুহূর্তে একাদশ থেকে ছিটকে পড়েন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। প্রথম টেস্ট না খেললেও গতকাল দ্বিতীয় টেস্টে ফেরেন তাসকিন। স্বাগতিকদের ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন ডান হাতি ফাস্ট বোলার। এরপর চড়াও হয়ে খেলতে থাকেন বাংলাদেশের বোলাররা। টাইগার বোলারদের আগ্রাসি বোলিংয়েও স্বাগতিকদের তিন ব্যাটার হাফসেঞ্চুরি করেন। যদিও স্কোর তিন শর ঘর পেরোয়নি। ওপেনার সাইম আইয়ুব ৫৮, অধিনায়ক শান মাসুদ ৫৭ ও সালমান আগা ৫৪ রান করেন। টাইগার ফিল্ডাররা যদি ক্যাচগুলো ধরতে পারতেন, তাহলে আরও কম রানে অলআউট হতো পাকিস্তান। গতকাল মাত্র ২ ওভার ব্যাটিং করে টাইগাররা। যদিও প্রথম বলেই জীবন পান সাদমান ইসলাম। শেষ পর্যন্ত ৬ রানে অপরাজিত থাকেন বাঁ হাতি ওপেনার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর