সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

চিকিৎসকদের গায়ে হাত মেনে নেওয়া যায় না : সারজিস

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, চিকিৎসকদের গায়ে হাত তোলা মেনে নেওয়া যায় না। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের ওপর যে বা যারা হাত তুলেছে তাদের উপযুক্ত বিচার করতে হবে। গতকাল নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, আমার ডাক্তার ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের ওপর যে বা যারা হাত তুলেছে তাদের উপযুক্ত বিচার করতে হবে। যদি কোনো রোগীর মৃত্যুর জন্য হসপাতাল কর্তৃপক্ষ বা কোনো ডাক্তার দায়ী থাকে, তবে তদন্ত সাপেক্ষে তারও বিচার হতে হবে। কিন্তু আমার মনে হলো আর আমি কারও গায়ে হাত তুলে ফেললাম, এই স্পর্ধা কখনো মেনে নেওয়া যায় না। সব চক্রান্তের বিরুদ্ধে ছাত্র-জনতা সোচ্চার আছে। জানা যায়, গত ৩১ আগস্ট রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্তর চিকিৎসাসেবায় অবহেলায় মৃত্যু হয়েছে অভিযোগ এনে ডাক্তারদের ওপর হামলা করা হয়।

সর্বশেষ খবর