সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

নিজস্ব প্রতিবেদক

ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত চাইলে ফেরত দিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত ফেরত দেবে কি না সেটা তাদের বিষয়। চুক্তি আছে আমাদের। চাইলে দিতে পারার কথা। এখানে লিগ্যাল প্রসেস থাকে। আমি জানি না সেটা কীভাবে হবে। যদি আইন-আদালত আমাদের বলে তাকে ফেরত আনার জন্য তখন সে ব্যবস্থা করার চেষ্টা করব। ভারতে শেখ হাসিনার অবস্থানের স্ট্যাটাস সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এটা বরং ভারতীয়দের জিজ্ঞেস করুন। লাল পাসপোর্ট অটোমেটিক্যালি বাতিল হয়েছে। এটা ভারতীয়দের জিজ্ঞেস করুন কী স্ট্যাটাসে তিনি সেখানে আছেন। বাংলাদেশে ভারতীয় প্রকল্প প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, চলমান প্রকল্পগুলো তো আমাদের শেষ করতে হবে। ভারতের সঙ্গে হওয়া বিগত সরকা?রের সবশেষ সময়ে করা সম?ঝোতা স্মারক বর্তমান সরকার পুনর্বিবেচনা করবে কি না- জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এমওইউ চূড়ান্ত চুক্তি না। কাজেই এখানে আমাদের স্বার্থ সুরক্ষিত হয়েছে কি না, সেটি তো আমরা দেখতেই পারি। স্বার্থ রক্ষা করে যা করা দরকার আমরা করব।

সর্বশেষ খবর