মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

জয়ের অপেক্ষায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

জয়ের অপেক্ষায় বাংলাদেশ

বৃষ্টি ও আলোর স্বল্পতা যদি বাধা হয়ে না দাঁড়াত, তাহলে হয়তো গতকালই পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজের উচ্ছ্বাসে ভাসত বাংলাদেশ। আলোর স্বল্পতা ও বৃষ্টি বাধায় চা বিরতির পর মাত্র এক ওভার খেলা হয়েছে। এরপর দুই আম্পায়ার মাইকেল গফ ও রিচার্ড ক্যাটেলবোরো খেলা বন্ধ করে দেন। তখনো বাকি ছিল ১৪৩ রান। ১৮৫ রানের টার্গেটে দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৭ ওভারে বিনা উইকেটে ৪২ রান তুলে টাইগার সিরিজে জয়ের স্বপ্ন দেখানো শুরু করেন। এর আগে বাংলাদেশের তিন পেসার হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাসকিন আহমেদের গতি, সুইং ও বাউন্সে নাকাল হয়ে পাকিস্তান ১৭২ রানে গুটিয়ে যায়। নাজমুল বাহিনীকে টার্গেটে দেয় ১৮৫ রানের। জাকির ২২ বলে ২ চার ও ২ ছক্কায় ৩১ রান এবং সাদমান ৯ রানে অপরাজিত রয়েছেন। বৃষ্টি বাধা না হলে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো আজ সিরিজ জয়ের উৎসবে ভাসবে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় টেস্টের গতকাল ছিল চতুর্থ দিন। আজ শেষ দিন। চতুর্থ দিন শেষে টেস্ট হেলে পড়েছে বাংলাদেশের দিকে। অথচ রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন খেলাই হয়নি বৃষ্টিতে। তিন দিন খেলা হলেও গতকাল শেষ সেশনে বৃষ্টি বাধা হয়েছে। দ্বিতীয় দিন পাকিস্তান ২৭৪ রানে গুটিয়ে যায়। টাইগাররা দিন শেষ করে বিনা উইকেটে ১০ রান তুলে। তৃতীয় দিন প্রথম সেশনে স্কোর বোর্ডে ২৬ রান তুলতে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে নাজমুল বাহিনী। সেখান থেকে সপ্তম উইকেট জুটিতে ১৬৫ রান তুলে বিশ্ব রেকর্ড গড়েন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। ৫০ রানের নিচে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে দেড়শ রানের জুটি এই প্রথম। লিটন ১৩৮ ও মিরাজ ৭৮ রান করেন। টাইগাররা অলআউট হয় ২৬২ রানে। ১২ রানে এগিয়ে থেকে পাকিস্তান দিন পার করেন ২ উইকেটে ৯ রান নিয়ে। গতকাল ব্যাটিংয়ে নেমে তিন টাইগার পেসার হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাসকিনের বিধ্বংসী বোলিংয়ে ১৭২ রানে অলআউট হয়। এই প্রথম কোনো টেস্টে প্রতিপক্ষের কোনো ইনিংসের ১০ উইকেটের সব নিয়েছেন টাইগার পেসাররা। হাসান ৫ উইকেট ৪০ রানের খরচে, নাহিদ ৪ উইকেট নেন ৪৪ রানে এবং তাসকিন ১ উইকেট নেন ৪০ রানের খরচে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর