আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে গণ অধিকার পরিষদ-এ মন্তব্য করেছেন দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। গতকাল বরিশালের গৌরনদীতে জুমার নামাজের পর সংক্ষিপ্ত পথসভায় এ মন্তব্য করেন তিনি। পটুয়াখালী যাওয়ার পথে গৌরনদী সরকারি কলেজ মসজিদে জুমা নামাজ শেষে সংক্ষিপ্ত সভায় নুরুল হক নূর বলেন, এতদিন বিভিন্ন লীগের সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে মানুষ অস্থির ছিল। আজকে যারা তরুণরা রাজনীতি করতে চান, বাংলাদেশকে নতুনভাবে দেখতে চান- তাদেরকে এ সব দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের তরুণ বন্ধুরা মানুষের জন্য কাজ করতে পারে তবে জনগণ আমাদের গ্রহণ করবে এবং গণঅধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে। সংক্ষিপ্ত পথসভায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে ফরিদপুরের ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে গণঅধিকার পরিষদ আয়োজিত পথসভায় নুরুল হক নূর সবাইকে স্মরণ করিয়ে বলেছেন, ‘আপনারা পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের ওপর ত্যক্ত না হয়, সেভাবে কাজ করবেন।’ নূর আরও বলেন, এক ফ্যাসিবাদ বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড, সবজিবাজারসহ সারা দেশ যেভাবে দখল করেছিল, তাদের বিদায়ের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদ জায়গা করতে চাইছে। কিন্তু তাদেরও জায়গা হবে না। রাজনীতি নতুন ধারায়, নতুন পথে চলবে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে গণঅধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন। তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান সম্পর্কে বলেন, এর কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের নয়, জনগণ ও ছাত্ররা রাস্তায় নেমেছে বলেই এ পতন হয়েছে। তিনি বলেন, ‘যদি কেউ মনে করেন আওয়ামী লীগ শেষ, আমরা বড় দল, আমরা সব চালাব- তাহলে ভুল করবেন। মনে রাখবেন এক স্বৈরাচার হটিয়ে, আর কোনো স্বৈরাচারকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।’ ভাঙ্গা উপজেলা গণঅধিকার পরিষদের সমন্বয়ক আনিসুর রহমানের সভাপতিত্বে সভামঞ্চে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়াসহ কেন্দ্রীয় নেতারা।
শিরোনাম
- অর্থ লুটে হ্যাকারদের ঝোঁক, বেড়েছে মুক্তিপণ আদায়ের ঘটনা
- সুকেশ-জ্যাকুলিনের প্রেম আসছে বড়পর্দায়!
- ডন নিউজ সহ পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করলো ভারত
- মাগুরায় শিশু ধর্ষণ: ন্যায়বিচারের জন্য কিছুটা অপেক্ষার আহ্বান আইন উপদেষ্টার
- সিরিজ বাঁচানো টেস্টে টাইগার পেসার তানজিমের অভিষেক
- রোহিঙ্গাদের সহায়তায় সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা জাপানের
- ২০ বছর পর স্বীকৃতি পেল ‘থ্রি ইডিয়টস’ এর সেই বিখ্যাত স্কুল
- গ্রিনল্যান্ড কখনোই ‘ক্রয়যোগ্য সম্পত্তি’ হবে না, ট্রাম্পের হুমকির পর নিলসেন
- চুয়াডাঙ্গায় লিগ্যাল এইড দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- ট্রাম্পের প্রথম ১০০ দিন : ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
- আবারও ভারত-পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণরেখায় ব্যাপক গোলাগুলি
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- টানা তৃতীয়বার ফাইনালে ম্যানচেস্টার সিটি
- টটেনহামকে গুড়িয়ে লিগ চ্যাম্পিয়ন লিভারপুল
- প্রতিপক্ষের মাঠে টানা ছয় ম্যাচ জিতে শীর্ষে বেঙ্গালুরু
- শেষ মুহূর্তের গোলে হার এড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড
- ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
- ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
- ইয়েমেনে আটক ইসরায়েলি জাহাজে হামলা চালাল মার্কিন যুদ্ধবিমান
- দুটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার : আসিফ মাহমুদ
আগামীতে দেশের নেতৃত্ব দেবে গণ অধিকার পরিষদ
নিজস্ব প্রতিবেদক বরিশাল ও ভাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর