শিরোনাম
রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

আহতদের দেখতে হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

আহতদের দেখতে হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টা

রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে যান প্রধান উপদেষ্টা ড. মুহ্মাদ ইউনূস। পরে তিনি আহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন -পিআইডি

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের খোঁজখবর নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল সকালে তিনি শেরেবাংলানগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল (এনআইএনএস) পরিদর্শন করেন। সেখানে ১১ জন চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে আটজন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ প্রধান উপদেষ্টাকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংসতার শিকার অন্তত ১১ জন বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে আটজন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। তিনি জানান, প্রধান উপদেষ্টা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আহত চার শিক্ষার্থীর অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ চারজনই মাথায় গুলিবিদ্ধ হন। তাদের অবস্থার উন্নতি হচ্ছে।

এ সময় ইনস্টিটিউটের যুগ্মপরিচালক বদরুল আলমসহ জ্যেষ্ঠ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর