শিরোনাম
রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
অর্থ উপদেষ্টা

বাজারে চাঁদাবাজি করলে ব্যবস্থা নেবেন ডিসিরা

নিজস্ব প্রতিবেদক

বাজারে চাঁদাবাজি করলে ব্যবস্থা নেবেন ডিসিরা

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। আর্থিক খাতের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি-গোষ্ঠী তথা রাঘববোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে। ইতোমধ্যে বড়দের অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এর পরে এ নিয়ে তদন্ত হবে। তদন্তে  দোষ পেলে অভিযুক্ত হিসেবে তাদের বিচারের উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে এসব উদ্যোগ আরও দৃশ্যমান হবে। কালো টাকার বিষয়ে এনবিআর সরাসরি ব্যবস্থা নেবে। যাদেরই অপ্রদর্শিত আয় আছে তাদের ধরবে। গতকাল ঢাকার শেরেবাংলানগরের বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টে (বিআইজিএম) সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ‘বাজার কারসাজি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জেলা প্রশাসকদের (ডিসি) বলেছি বাজারে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আস্তে আস্তে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে আসবে। বাজারে পণ্যের দাম একেবারে যে কমেনি তা কিন্তু নয়। আমরা চেষ্টা করছি কৃষক যাতে ন্যায্যমূল্যটা পায়। আশা করি চাঁদাবাজি কমলে নিত্যপণ্যের দাম কমবে। আলু ও পিঁয়াজে ট্যাক্স কমানো হয়েছে। দাম শুধু কারওয়ানবাজারে দেখলে হবে না, অন্যান্য বাজারও দেখতে হবে। কারওয়ানবাজারে চারবার হাতবদল হয় নিত্যপণ্যের, এটা বন্ধ করা হবে। বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার।’ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, একটা ইউনিট আগে চালু হোক। এরপর দ্বিতীয় ইউনিটের কাজ শুরু হবে। শিল্পকারখানার অস্থিরতা নিয়ে সরকারের এ উপদেষ্টা বলেন, পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক, শ্রমিক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। দ্রুত এটা সমাধান হবে।

সর্বশেষ খবর