বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
টিভি বিতর্কে কথার লড়াই

কমলার ক্যারিশমায় ট্রাম্পের টেনশন বাড়ল

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

কমলার ক্যারিশমায়  ট্রাম্পের টেনশন বাড়ল

নিজে এগিয়ে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ট্রাম্পের সঙ্গে করমর্দন করে বিতর্ক শুরুর দৃশ্যপট পাল্টে দিয়ে প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস আমেরিকানদের সমর্থনের ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে গেলেন। রিপাবলিকান তথা ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক ফক্স টিভিসহ শীর্ষস্থানীয় সব মিডিয়ায় মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ৯৫ মিনিটের এ বিতর্কে কমলা হ্যারিস জিতেছেন বলে উল্লেখ করা হচ্ছে। আর এর মধ্য দিয়ে ৫ নভেম্বরের নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস তাঁর বিজয়ের পথ আরেক দফা সুগম করলেন বলেও রাজনীতি বিশ্লেষকরা মন্তব্য করছেন। তবে নাস্তানাবুদ হলেও রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগের চেয়ে অনেকটা সংযত থাকার চেষ্টা করেছেন আক্রমণের ক্ষেত্রে। যদিও গতানুগতিক মিথ্যাচার এবং সত্য অস্বীকারের প্রবণতা থেকে নিজেকে বিরত রাখার ন্যূনতম চেষ্টা ট্রাম্পের মধ্যে পরিলক্ষিত হয়নি বলে আমেরিকান ভোটাররা মনে করছেন। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে জঙ্গি লেলিয়ে দেওয়ার সঙ্গে নিজের সম্পৃক্ততা আবারও অস্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি ২০২০ সালের নির্বাচনে তিনি পরাজিত হওয়ার কথাও স্বীকার করলেন না। বললেন, তিনি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতেন তাহলে গাজায় যুদ্ধ শুরুই হতো না। ডোনাল্ড ট্রাম্প আরও উল্লেখ করলেন যে, কমলা হ্যারিস প্রেসিডেন্ট হলে দুই বছরের মধ্যেই বিশ্বমানচিত্র থেকে ইসরায়েলের অস্তিত্ব মুছে যাবে। কারণ কমলা ইসরায়েলকে ঘৃণা করেন। অন্যদিকে কমলা বলেন, এ যুদ্ধ বন্ধ করতে হবে। অবিলম্বে তা করতে হবে। গাজার পুনর্গঠনের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে নিজের অবস্থান জানান কমলা। উল্লেখ্য, এ অনুষ্ঠানেই ট্রাম্পের সঙ্গে কমলার প্রথম সরাসরি সাক্ষাৎ হয় এবং কমলা এগিয়ে গিয়ে ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন। বিতর্কে স্বভাবসুলভাবে আক্রমণাত্মক রিপাবলিকান দলীয় প্রার্থী ট্রাম্পকে রক্ষণাত্মক অবস্থানে ঠেলে দেন সাবেক আইনজীবী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বিতর্কের শুরু থেকেই প্রেসিডেন্টের দায়িত্ব পালনের মতো শারীরিক সামর্থ্য ট্রাম্পের আছে কি না, তার অগণিত আইনি সমস্যা ও গর্ভপাতের সীমা নিয়ে প্রশ্নবাণে জর্জরিত করেন হ্যারিস। অপ্রত্যাশিত এ আক্রমণের মুখে রক্ষণাত্মক অবস্থানে গিয়ে বিতর্ক চালিয়ে যান ট্রাম্প।

সর্বশেষ খবর