শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

জড়িতদের শাস্তি দিতে হবে : হাসনাত

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, মবলিঞ্চিং কোনো অবস্থায়ই কোনো সমাধান হতে পারে না। এটা একটা সুস্পষ্ট অপরাধ। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির মুখোমুখি করতে হবে। সাধারণ শিক্ষার্থী দাবি করে কেউ যেন পার পেয়ে যেতে না পারে। আমরা কোনো হামলাকারী বা নির্যাতনকারীর পুনর্বাসন চাই না। ফ্যাসিবাদ-উত্তর বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস হবে জঞ্জালমুক্ত ও নিষ্কলুষ। গতকাল দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, সাধারণ শিক্ষার্থী পরিচয়ে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের পুনর্বাসনের কোনো পথ যেমন উন্মুক্ত নেই, তেমন আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধীদেরও শাস্তি নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীদের সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করছি। পাশাপাশি স্বৈরাচারী রেজিম পাকাপোক্ত করতে যেসব সুশীল কালচারালি কিংবা পলিটিক্যালি মদদ জুগিয়েছিল, নয়া রাজনৈতিক বন্দোবস্তের আলাপে তাদের পুনর্বাসনের ক্ষেত্রেও আমাদের সতর্ক থাকতে হবে। হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে আরও বলেন, ২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলা হচ্ছে।

সর্বশেষ খবর