শিরোনাম
রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

প্রস্তাব আসামাত্রই সংস্কার হবে না

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাব আসামাত্রই সংস্কার হবে না

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রস্তাব আসামাত্রই সংস্কার হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। আমরা কী করব, কী করা উচিত, কেমন করে রাজনৈতিক ঐকমত্য তৈরি হবে এগুলো নিয়ে আমাদের সবাইকে সম্মিলিতভাবে অনেক বড় পরিসরে কাজ করতে হবে।

গতকাল রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘দুঃসময়ের কণ্ঠস্বর : স্বপ্ন ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সমাজের প্রতিটি জায়গায় ফ্যাসিবাদের দোসররা রয়েছে। ফলে রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। অনেক দিন ধরে দলীয় শাসন ও ফ্যাসিজমে থাকতে থাকতে অনেক বিষয়কে আমরা সাধারণ হিসেবে ধরে নিয়েছি। কিন্তু আমরা এমন একটা সমাজব্যবস্থা চাই, যেখানে সময়মতো বিচার হবে। আমরা যদি আমাদের লক্ষ্যে ঠিক থাকি তবে আশা করি ভবিষ্যতে আর কোনো দিন আয়নাঘর দেখতে হবে না।

সর্বশেষ খবর