শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হাসপাতালে ৩২১

নিজস্ব প্রতিবেদক

দেশে বাড়ছে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গু নিয়ে আরও ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭০৫ জন। এ সময় নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩ জনে।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়ই ১৬৬ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ৬৫ জন, বরিশালে সাতজন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, খুলনায় ১৫ জন ময়মনসিংহে ২২ জন ও রাজশাহীতে ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৭ হাজার ৭০৫ জন। যাদের মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ১ শতাংশ নারী। ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত মৃত ১৪৩ জনের মধ্যে ৫২ দশমিক ৪ শতাংশ নারী এবং ৪৭ দশমিক ৬ শতাংশ পুরুষ।

সর্বশেষ খবর