রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

মব জাস্টিসে জড়িতদের ছাড় নয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মব জাস্টিসে জড়িতদের ছাড় নয়

মব জাস্টিসে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। গতকাল চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মো. ময়নুল ইসলাম বলেন, ঢাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামের মব জাস্টিসের শিকার হয়েছেন তিনজন। এ ঘটনায় জড়িত প্রায় সবাইকে গ্রেপ্তারের আওতায় আনা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মব জাস্টিস নিয়ে আমাদের অবস্থান খুবই কঠোর। এ ধরনের ঘটনায় যে-ই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। এর আগে আইজিপি চট্টগ্রাম বিভাগ ও সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ পুলিশের কল্যাণ সভা করেন। সেখানে পুলিশ সদস্যদের নানা সমস্যা ও অভিযোগ শোনেন। পরে তা সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান ছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে ঢালাও মামলার বিষয়ে আইজিপির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বিভিন্ন মামলায় নিরীহ-নিরপরাধ সাংবাদিক, পুলিশ ও শ্রেণি-পেশার মানুষকে আসামি করা হচ্ছে তা আমাদের দৃষ্টিতেও ধরা পড়েছে। যারা মামলার বাদী হচ্ছেন তাদের আমরা বারবার বলে আসছি যারা ঘটনায় জড়িত শুধু তাদেরই আসামি করতে। এতে মামলার তদন্ত সহজ হয়। মামলা হলেই যে গ্রেপ্তার হবে, এমনটা নয়। প্রতিটি মামলা বিশ্লেষণ করা হচ্ছে। যাচাইবাছাই শেষে নিরীহ ও নিরপরাধদের মামলা থেকে বাদ দেওয়া হবে। কাজেই নিরীহ এবং নিরপরাধ যারা মামলার আসামি হয়েছেন তাদের চিন্তার কোনো কারণ নেই। তিনি বলেন, বর্তমানে অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। ছাত্র-জনতার বিপ্লবের পর বিভিন্ন থানা, জেলখানা এবং গণভবন থেকে লুট হওয়া অস্ত্রের ৭৫ শতাংশ উদ্ধার করা হয়েছে। বাকিগুলোও দ্রুত উদ্ধার করা হবে। এ ছাড়া সরকারের নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স করা যেসব অস্ত্র জমা না দেওয়ার কারণে অবৈধ হয়েছে এবং বিভিন্ন ব্যক্তির কাছে থাকা অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা হচ্ছে।

সর্বশেষ খবর