রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

হাসিনা গেলেও প্রেতাত্মারা রয়ে গেছে : ফখরুল

গাজীপুর প্রতিনিধি

হাসিনা গেলেও  প্রেতাত্মারা রয়ে গেছে : ফখরুল

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মা ও ভূত রয়ে গেছে। যারা লুটপাট ও দুর্নীতির রাজত্ব ফিরে পাওয়ার আশায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গতকাল গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

সমাবেশে শেখ হাসিনার শাসনের প্রতি ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, নিজে ক্ষমতায় থাকার জন্য দেশের সব প্রশাসনকে ধ্বংস করে দিয়েছেন। পুলিশ দিয়ে অকথ্য অত্যাচার করে দেশের মানুষকে ভীতির রাজত্বে নিয়ে গেছেন। তাই ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে তার পালিয়ে যাওয়ায় এদেশের মানুষ হাঁফ ছেড়ে বাঁচছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি ভারতের উদ্দেশে বলেন, আপনারা একজন গণহত্যাকারীকে আশ্রয় দেবেন না। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে চায়। এ জন্য দ্রুত সংস্কার শেষ করে অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান বিএনপির এ নেতা। গাজীপুর মহানগরীর কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, শ্রমিক দল সভাপতি মো. আনোয়ার হোসেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, বিএনপির কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান প্রমুখ। বাংলাদেশ শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশ সঞ্চালনা করেন শ্রমিক নেতা মো. হুমায়ুন কবীর।

সর্বশেষ খবর