সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

বিচার বিভাগের স্বাধীনতায় আলাদা সচিবালয়

ফরিদপুর প্রতিনিধি

বিচার বিভাগের স্বাধীনতায় আলাদা সচিবালয়

বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার জন্য এ সংক্রান্ত পৃথক সচিবালয় গঠনের একটি প্রস্তাব শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। গতকাল দুপুরে ফরিদপুর জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান বিচারপতি।  অনুষ্ঠানে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, বিচার বিভাগের সম্মান বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। বিচার বিভাগের ভাবমূতি যাতে ক্ষুণ না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। তিনি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, এমন কোনো আচরণ করা যাবে না যাতে করে প্রতিষ্ঠানের সম্মানহানি ঘটে। জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ জিয়া হায়দার, জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার আবদুল জলিল। উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সৈয়দ মোদারেস আলী ইসা, অ্যাডভোকেট মো. শাহজাহানসহ বিচার বিভাগের কর্মকর্তা ও জেলা আইনজীবী সমিতির নেতারা। এর আগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ কোর্ট চত্বর এলাকায় বিচারপতি ইব্রাহীম সড়কের নামফলক উদ্বোধন করেন। এ ছাড়া সকালে চত্বরে ন্যায়কুঞ্জের উদ্বোধন করেন তিনি।

সর্বশেষ খবর