সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে

ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নতুন কোনো অপরাধে জড়ালে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা নজরদারিতে রয়েছে। গতকাল বেলা ১১টায় রাজধানীর পল্টন ময়দানে আয়োজিত ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২৪ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, যেসব শীর্ষ সন্ত্রাসী কারাগার থেকে জামিনে বের হয়েছেন, তারা যদি নতুন কোনো অপরাধে জড়ান, তবে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখনো যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শিগগিরই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি বলেন, জেনেভা ক্যাম্পে অভিযানে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে এবং অপরাধী গ্রেপ্তার হয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর