সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

দিল্লির গোলামকে রাজত্ব করতে দেওয়া হবে না : রিজভী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দিল্লির কোনো গোলামকে আর বাংলাদেশে রাজত্ব করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন, যদি তার কথা শুনে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান, তাহলে আপনাদের জন্য ভালো হবে না।

গতকাল রাজশাহীর ভুবন মোহন পার্কে ‘আমরা বিএনপি পরিবার’ নামে একটি সংগঠনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও সমাবেশে তিনি এ কথা বলেন।  আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুমা, সদস্য সচিব মামুনুর রশীদ প্রমুখ। আওয়ামী লীগ সরকারের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে রিজভী বলেন, শেখ হাসিনার আমলে ১৮ লাখ ৩৫ হাজার কোটি ঋণ নিয়েছেন, আর পাচার করেছেন ১৭ লাখ ৩৭ হাজার কোটি টাকা। ঘনিষ্ঠজনদের কালো টাকা আয়ের সুযোগ করে দিয়েছিলেন, যাতে বিপদে পড়লে তিনি সেই টাকার ভাগ নিতে পারেন। অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দিয়ে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারে ফ্যাসিবাদের দোসরদের রেখে সংস্কার সফল হবে না। এ বিষয়টি ড. ইউনূসকে স্মরণ রাখতে হবে। অবৈধ অস্ত্রগুলো এখনো যুবলীগ-ছাত্রলীগের হাতে। অস্ত্র উদ্ধার না হলে তারা আবার হামলা চালাতে পারে। সমাবেশের শেষে তিনি শহীদ পরিবার ও আহতদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী তুলে দেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর