মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

রাষ্ট্র সংস্কারের সুপারিশ দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্র সংস্কারের সুপারিশ দেবে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের আকাক্সক্ষা ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। এজন্য অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশ তুলে ধরবে বিএনপি। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে ৬টি কমিশন গঠন করেছে। আশা করছি, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। বিএনপিও এই সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে। বিগত আওয়ামী লীগ সরকারের দোসররা এখনো সব জায়গায় বসে আছে মন্তব্য করে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত হচ্ছে। বিদেশে বসে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। কিন্তু গণ আন্দোলনের পর যে আকাক্সক্ষা সৃষ্টি হয়েছে, তাতে জাতিকে বিভক্ত করা যাবে না। সব ষড়যন্ত্র ভেসে যাবে।

সর্বশেষ খবর