বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

জুলাই আন্দোলন ছিনতাই হলে চরম মূল্য

নিজস্ব প্রতিবেদক

জুলাই আন্দোলন ছিনতাই হলে চরম মূল্য

জুলাই আন্দোলন ছিনতাই হয়ে গেলে দেশকে চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয় জরিপ ২০২৪ : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নাগরিকদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। সেমিনারে বদিউল আলম মজুমদার বলেন, আগেও দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে। কিন্তু এর সুফল জনগণ পায়নি। এর অন্যতম কারণ রাজনৈতিক সংস্কৃতি। সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। রাজনৈতিক দলকে গণতান্ত্রিক হতে হবে। এবার রাজনৈতিক দলগুলো না বুঝলে বা পরিবর্তন না করলে সেটা হবে ট্র্যাজেডি। এবারও আন্দোলন ছিনতাই হয়ে গেলে চরম মূল্য দিতে হবে দেশকে। তিনি আশা প্রকাশ করে বলেন, সংস্কার কমিশনগুলো সুপারিশ দেওয়ার পর সরকার হয়তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করবে। এর পরই হয়তো একটি রোডম্যাপ ও নির্বাচনের তারিখ ঠিক করা হবে।

সর্বশেষ খবর