শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

কারামুক্ত হলেন মাহমুদুর রহমান

গাজীপুর প্রতিনিধি ও আদালত প্রতিবেদক

কারামুক্ত হলেন মাহমুদুর রহমান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে কারামুক্ত হন। কারাফটকে মাহমুদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান তার সমর্থকরা। দুপুর থেকেই মাহমুদুর রহমানের কারামুক্তির খবর পেয়ে তাকে সংবর্ধনা জানাতে কারাফটকের সামনে ভিড় করেন তারা। জানা যায়, দুপুরের দিকে তার জামিনের আদেশের কাগজপত্র কারাগারে এসে পৌঁছে। এ বিষয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, মাহমুদুর রহমানকে গত রবিবার (২৯ সেপ্টেম্বর) এই কারাগারে আনা হয়। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছলে তা যাচাই-বাছাই শেষে বিকাল সাড়ে ৩টায় তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। আদালত প্রতিবেদক জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এদিন মাহমুদুর রহমানের অনুপস্থিতিতেই আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। মাহমুদুর রহমানের আইনজীবী তানভীর আহম্মেদ আল আমিন বলেন, আজকে মাহমুদুর রহমানের সাজার বিরুদ্ধে আমরা আপিল করেছি। আদালত আপিল গ্রহণ করেন। এরপর আমরা জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন।

সর্বশেষ খবর