শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

অনুপ্রবেশকারী নিয়ে এবার বললেন মোদি

কলকাতা প্রতিনিধি

অনুপ্রবেশকারী নিয়ে এবার বললেন মোদি

ভারতের ঝাড়খন্ডে হিন্দু এবং আদিবাসীদের সংখ্যা কমছে, বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) সরকারের সময়কালেই এই প্রবণতা দেখা যাচ্ছে। চলতি বছরের শেষের দিকে ঝাড়খন্ডে বিধানসভার নির্বাচনের সম্ভাবনা রয়েছে। তার আগে বুধবার রাজ্যটির হাজারীবাগে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ঝাড়খন্ড মুক্তি মোর্চা সরকার ও কংগ্রেস আদিবাসীদের জনসংখ্যা কমিয়ে আনতে চাইছে। কারণ এরা জানে যে এরা সব সময় আদিবাসী সমাজকে ঠকিয়ে এসেছে। এরা কখনোই চাইনি যে আদিবাসী সমাজ সামনের দিকে এগিয়ে যাক। 

সর্বশেষ খবর