বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় দুই হত্যার ঘটনায় করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাত ও কৃষক লীগ সভাপতি সমীর চন্দের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া গত বছরের ২৮ অক্টোবরের সংঘর্ষে য্বুদল নেতা শামীম হত্যা মামলায় পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর মো. এনামুল হক আবুলকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের এ রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে দুই দিনের রিমান্ড শেষে খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালতসূত্রে জানা গেছে, ছাত্র আন্দোলন চলার সময় রাজধানীর তেজগাঁও থানা এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিনকে (২১) গুলি করে হত্যার মামলায় নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল তাঁকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার ভাটারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।এদিকে ছাত্র আন্দোলন চলার সময় রাজধানীর বাড্ডায় দুলাল সরদার নামে একজনকে গুলি করে হত্যার মামলায় কৃষক লীগ সভাপতি সমীর চন্দের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল তাঁকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তিন দিন মঞ্জুর করেন। ২৬ সেপ্টেম্বর মো. শরিফুল ইসলাম বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে এ মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনকে আসামি করা হয়। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বাড্ডা থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এদিকে গত বছরের ২৮ অক্টোবরের সংঘর্ষে য্বুদল নেতা শামীম হত্যা মামলায় পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. এনামুল হক আবুলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল তাঁকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চান। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন পাঁচ দিন মঞ্জুর করেন। এদিকে আন্দোলন চলাকালে পোশাককর্মী রুবেল হত্যার অভিযোগে খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল তাঁকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মঙ্গলবার রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়।