বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃবৃন্দ বলেছেন, অন্তর্বর্তী সরকারের দুই মাস পার হতে চললেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো খবর নেই। এখনো বহাল সিন্ডিকেট। লাগামহীন নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষ দিশাহারা। পতিত স্বৈরাচারের হাত থেকে সর্বত্র দখলমুক্ত হয়নি। অনেক জায়গায় এক দখলদারের পরিবর্তে আরেক দখলদার জায়গা করে নিচ্ছে। জনজীবনের শান্তি ফেরেনি। এসব ঘটনা জুলাই-আগস্টে হাজারো মানুষের রক্ত, পঙ্গুত্ববরণ এবং কোটি মানুষের আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত গণ অভ্যুত্থানের চেতনাকে প্রশ্নবিদ্ধ করছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে সিপিবি আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন, জলি তালুকদার, ডা. সাজেদুল হক রুবেল প্রমুখ। গণ অভ্যুত্থানের ফসল যাতে হাতছাড়া না হয় তার জন্য আন্দোলনকারী শক্তি ও দেশবাসীকে সজাগ থেকে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম অগ্রসর করার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। সিপিবির উদ্যোগে গতকাল দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং আজও জেলায়-উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।