রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত চায় বাংলাদেশ

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, দেশের সব বৈধ রিক্রুটমেন্ট এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করেছে বাংলাদেশ। গতকাল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণ বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়ার পারকেসার মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমরা তিনটি বিষয় বলেছি। একটা হচ্ছে বন্ধ বাজার ওপেন করা, যেন নতুন করে কর্মী যেতে পারে। দ্বিতীয়ত, ১০০ জনের যে সিন্ডিকেট ছিল সেটা সবার জন্য ওপেন করে দেওয়া, সব রিক্রুটমেন্ট এজেন্সির জন্য ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ করা। আর কর্মীদের বেতন বাড়ানো। তিনি বলেন, আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছেন ১৮ হাজার বাংলাদেশিকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ দেওয়া হবে। এই ১৮ হাজার কিন্তু নতুন লোক বা নতুন চাকরি না। মালয়েশিয়া সরকার ৩১ মে একটা তারিখ দিয়েছিল, ওই তারিখের মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে। নানান জটিলতার কারণে ১৭ হাজার প্লাস কর্মী যেতে পারেননি। ওনাদের ওয়ার্ক পারমিট হয়েছে, চুক্তি হয়েছে, ভিসা হয়েছে। কিন্তু ওনারা যেতে পারেননি। আসিফ নজরুল আরও বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজে থেকে আলোচনায় ১৮ হাজার শ্রমিকের যাওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিশ্রুতি মানে কিন্তু নিশ্চিত না। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে আমরা এই প্রতিশ্রুতিকে দ্রুত কার্যকর করার চেষ্টা করব। মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে আজ রাতে এক অনুষ্ঠানে বৈঠকে বসব। আমরা এটা নিয়ে কথা বলব।

মধ্যপ্রাচ্যের কর্মীদের জন্য বিমানবন্দরে স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করা হচ্ছে উল্লেখ করে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, আমরা এরই মধ্যে জায়গা ঠিক করেছি। সিভিল এভিয়েশনের সঙ্গে কথা হয়েছে। আশা করি দুই সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্যের শ্রমিক ভাই-বোনদের জন্য বিমানবন্দরে স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা হয়ে যাবে।তিনি আরও বলেন, লাউঞ্জ হলে  প্রবাসী শ্রমিক ভাই-বোনদের যন্ত্রণা অনেক লাঘব হবে। এই লাউঞ্জে সব ধরনের ভিআইপি সুবিধা থাকবে। বিমানবন্দরের অভ্যন্তরে প্রতিটি স্তরে শ্রমিকদের সহায়তার জন্য তাদের সঙ্গে একজন করে লোক থাকবে। আমরা মনে করি, এটি প্রবাসীদের প্রতি উদারতা নয়। এটি তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা। এটি বহু আগে করা উচিত ছিল।

সর্বশেষ খবর