রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
হোসেন জিল্লুর রহমান

আমলাতান্ত্রিক শাসনব্যবস্থায় অভ্যস্ত আমরা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, আমরা আমলাতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর অভ্যস্ত হয়ে গেছি। আমলাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, তবে আমলাতান্ত্রিক ব্যবস্থা নিয়ে সমস্যা আছে। গতকাল সকালে নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারে শহীদ আবু সাঈদ হেলথ ক্যাম্পের সমাপনী উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্র্যাকের কর্মসূচি সমন্বয়ক জাহিদুল ইসলামসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

হোসেন জিল্লুর রহমান বলেন, আমাদের দেশে সরকার চালানোর স্টাইল পরিবর্তন হওয়া দরকার। মাঠ বাস্তবতার সঙ্গে আমলাতান্ত্রিক শাসনব্যবস্থার সম্পৃক্ততা কম। আমি মনে করি অন্তর্বর্তী সরকার তো বটেই, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় যারা থাকবেন, সার্বিকভাবে দেশকে এগিয়ে নিতে হলে এ স্টাইলের পরিবর্তন   আনতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে মাঠের সঙ্গে কেন্দ্রের ফাঁক কমিয়ে আনতে হবে। তৃণমূলের সেবা নিশ্চিত করতে হলে মাঠের কথা বেশি শুনতে হবে। আমলাতান্ত্রিক ব্যবস্থার গ্যাঁড়াকলে পড়লে দেশে বড় ধরনের সংস্কার সীমাবদ্ধ হতে পারে। সেই সঙ্গে কেতাবি সমাধান দিয়েও দেশ পরিচালিত হতে পারে না। কেতাবি সমাধান ও আমলাতান্ত্রিক ব্যবস্থা দুটোই দেশের জন্য বিপদ।

সর্বশেষ খবর