যশোরের তিন উপজেলার ১০ লক্ষাধিক মানুষের দুঃখ হিসেবে পরিচিত ভবদহ জলাবদ্ধতা সমস্যা সম্পর্কে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘এক-দুই দিনের জন্য নয়, এ সমস্যার চিরস্থায়ী সমাধানের জন্য দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু হবে। কয়েক দশকের সমস্যার সমাধান এক মাসে দিতে পারব না। কিন্তু এতদিন যেটা হয়েছে, তারা (পানি উন্নয়ন বোর্ড) নিজেরা নিজেরা সমাধানের চেষ্টা করেছে, স্থানীয়দের কথা শুনেনি। এবার সমাধানটা যাতে স্থানীয়দের মতামতের ভিত্তিতেই হয় তা নিশ্চিত করা হবে।’
যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে গতকাল দুপুরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির অবস্থান কর্মসূচি চলাকালে একপর্যায়ে মোবাইল ফোনে যুক্ত হয়ে এসব কথা বলেন পানিসম্পদ উপদেষ্টা। যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দুপুর ১২টায় এ কর্মসূচি শুরু হয়। মোবাইল ফোনে দেওয়া পানি উপদেষ্টার বক্তব্য মাইকের মাধ্যমে কর্মসূচিতে অংশ নেওয়া ভবদহ এলাকার বাসিন্দাদের সরাসরি শোনান ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ।
মোবাইল ফোনে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, ‘আইডব্লিউএম-এর একজন প্রতিনিধিকে নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব যশোরে গিয়ে দুই দিন থেকে আপনাদের সঙ্গে কথা বলবেন। আপনাদের কাছ থেকে সবকিছু জেনে তারা সেটা আমাকে বলবেন। আমি উপদেষ্টা পরিষদে তা উপস্থাপন করব। কথা দিচ্ছি, অতীতের মতো সমস্যার আশপাশ দিয়ে ঘোরা হবে না। চিরস্থায়ী সমাধানের দিকে যাওয়া হবে।’এর আগে পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী, যুগ্ম আহ্বায়ক গাজী আবদুল হামিদ, সদস্য সচিব অধ্যাপক চৈতন্য পাল, আমিনুল ইসলাম হীরু, জিল্লুর রহমান ভিটু প্রমুখ। পরে ভবদহ জলাবদ্ধতা সমস্যা সমাধানের দাবিতে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতারা।