সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

সাবের ও নারায়ণ চন্দ্র গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সাবের ও নারায়ণ চন্দ্র গ্রেপ্তার

শেখ হাসিনা সরকারের সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং ঢাকা-৯ আসনের এমপি সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকেও গ্রেপ্তার করেছে ডিবি।

পুলিশ জানায়, রবিবার বিকালে রাজধানীর গুলশানের বাসা থেকে একাধিক মামলার আসামি সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। একই দিন দুপুরে বনানী থেকে সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে গ্রেপ্তার করা হয়। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদ থেকে ২০২৩ সালের মার্চে অবসরে যান। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী আটক : সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রাতে অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি খুলনা-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এর আগে ২০১৪ সালে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

সর্বশেষ খবর