মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
সৈয়দা রিজওয়ানা হাসান

রাজউকে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়নি

নিজস্ব প্রতিবেদক

রাজউকে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়নি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকে সত্যিকার অর্থে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়নি। গতকাল রাজধানীর রাজউক অডিটরিয়ামে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল- ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি।’ অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, রাজউকের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত হয়নি। তাই ঢাকাকে বাসযোগ্য করতে একটি কর্মপরিকল্পনা নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ঢাকাকে বাসযোগ্য করতে নির্দিষ্ট কর্মপরিকল্পনা দরকার। ঢাকার জন্য একটি নগর দর্শন তৈরি করা জরুরি। শুধু মেগা প্রকল্প করলেই হবে না, সবুজায়ন বাড়াতে হবে। উন্মুক্ত জায়গা, বসার স্থান এবং তরুণদের খেলাধুলার সুযোগ থাকতে হবে। রিজওয়ানা হাসান আরও বলেন, ঢাকাকে সব মানুষের উপযোগী করতে হবে। উন্নত ও পরিবেশবান্ধব নগর গড়তে তরুণদের সম্পৃক্ত করা দরকার। তাদের সৃজনশীলতা নগরকে বাসযোগ্য করতে পারে। এ জন্য রাজউকের কর্মকাণ্ডে তরুণদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন তিনি। রিজওয়ানা হাসান বলেন, নতুন বাংলাদেশে অনেক চড়াই-উতরাই পার করতে হবে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে তরুণ প্রজন্ম। তাদের বাদ দিয়ে ঢাকাকে বাসযোগ্য করা সম্ভব নয়। উন্নয়ন পরিকল্পনায় বস্তিবাসী ও নদীভাঙা মানুষের অধিকারও নিশ্চিত করতে হবে বলে তিনি মন্তব্য করেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, রাজউকের সব কোটা উঠিয়ে লটারির মাধ্যমে প্লট জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। আবার ঢাকার জমি কেনার ক্ষেত্রেও লটারি করা হোক। যারা বাংলাদেশ বদলে দেওয়ার জন্য কাজ করছেন, আমরা তাদের পাশে থাকব। যেটুকু সময় পাব সংস্কার শুরু করে যাব। এ ছাড়া গতকাল অপর এক সভায় পরিবেশ উপদেষ্টা আরও জানান, দেশের তিনটি পর্যটন স্পট কক্সবাজার, সেন্টমার্টিন ও কুয়াকাটায় আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত করব। এই কাজ এক দিনে হবে না, ধারাবাহিকভাবে করতে হবে। পরিবেশ মন্ত্রণালয় সেন্টমার্টিন নিয়ে প্রস্তুত আছে। যেহেতু দেশে আর দ্বিতীয় কোনো সেন্টমার্টিন নেই, এর পরিবেশগত গুরুত্ব বুঝতে হবে। এখানে কয়েকটি বিপন্ন বন্যপ্রাণী রয়েছে। একে এরই মধ্যে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সেন্টমার্টিনের পর্যটন ব্যবস্থা কীভাবে একটা কাঠামোর মধ্যে নিয়ে এলে এর প্রতিবেশগত ব্যবস্থা নষ্ট হবে না তা নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করব।

সর্বশেষ খবর