মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক

জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত আছে। হিযবুত তাহরীরের মূল মিডিয়া সমন্বয়ককে আমরা গ্রেপ্তার করেছি। তথাকথিত পতাকা নিয়ে হঠাৎ করে যারা ঝটিকা মিছিল করেছে তাদের তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি। সুতরাং জঙ্গি তৎপরতা করার কোনো সুযোগ নেই। আমাদের যে তৎপরতা সেটি অব্যাহত আছে। গতকাল দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।

জঙ্গি সদস্যদের মুক্তি পাওয়া প্রসঙ্গে আইজিপি বলেন, জেল থেকে জামিনে জঙ্গি সদস্যদের মুক্তির যে বিষয়টা বলা হচ্ছে সেটা আসলে বিগত সরকারের আমলের। তারা কোনো কারণে তখন বের হতে পারেনি বা বের হয়নি। আর যারা বের হয়েছে তাদের ওপর আমাদের নজরদারি অব্যাহত আছে। কেউ যদি আবারও কোনো সন্ত্রাসী কার্যক্রম বা জঙ্গি কার্যক্রমে জড়িত হয় তাদের আর বাইরে আসার সুযোগ নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা গড়হাজির সদস্য তাদের বিরুদ্ধে ইতোমধ্যে ডিপার্টমেন্টের যে অ্যাকশন, তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, তারা কেন গড়হাজির? তাদের হাজিরের জন্য নোটিশ করা হয়েছে। তারা যদি না আসে আমাদের ব্যবস্থা ক্লিয়ার, তাদের চাকরিতে রাখার কোনো সুযোগ নেই। আর যারা বিভিন্ন মামলায় আসামি হয়েছেন, আমাদেরও অনেক পুলিশ সদস্য আসামি হয়েছেন, এসব সদস্যের মধ্যে যাদের সম্পৃক্ততা আমরা পেয়েছি ইতোমধ্যে সে সব সদস্যের অনেককেই গ্রেপ্তার করেছি। ১৭ পুলিশ সদস্যের মধ্যে সিনিয়র কর্মকর্তারাও রয়েছেন, মাঠ পর্যায়ের কর্মকর্তারাও রয়েছেন। আমাদের অনেক সদস্য রয়েছেন যারা মামলার আসামি হয়েছেন, আবার অনেকেই বিভিন্ন কারণে কর্মস্থলে থাকছেন না।

সর্বশেষ খবর