যাদের গবেষণার মধ্য দিয়ে ‘মেশিন লার্নিং’ বা যন্ত্রকে শেখানোর পথ খুলে গিয়েছিল, সেই দুই বিজ্ঞানী পাচ্ছেন চলতি বছরের পদার্থবিদ্যার নোবেল। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস গতকাল এই পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জন জে হপফিল্ড এবং কানাডার গবেষক জেওফ্রে ই হিন্টনের নাম ঘোষণা করে। নোবেল পুরস্কারের ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার সমানভাবে ভাগ করে নেবেন তারা। এ বছরের বিজয়ীদের নাম ঘোষণার সংবাদ সম্মেলনে পদার্থে নোবেল কমিটির চেয়ারম্যান এলেন মুন বলেন, “লার্নিং বা শেখার বিষয়টি মানব মস্তিষ্কের আকর্ষণীয় ক্ষমতা। আমরা ছবি ও কথাকে শনাক্ত করে সেগুলোকে স্মৃতি বা অতীত অভিজ্ঞতার সঙ্গে মেলাতে পারি। একসঙ্গে কোটি কোটি নিউরন আমাদের চিন্তা কিংবা মস্তিষ্ক সজাগ রাখার সক্ষমতা দেয়। নিউরনের এই নেটওয়ার্কের ধারণা থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার ‘নিউরাল নেটওয়ার্ক’ তৈরি করা হয়েছে। ‘এবার পদার্থে নোবেল বিজয়ী জন হপফিল্ড ও জেওফ্রে হিন্টন কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক তৈরিতে পরিসংখ্যানগত পদার্থবিজ্ঞানের মৌলিক ধারণাগুলো ব্যবহার করেছেন। এটি যন্ত্রের সহযোগী স্মৃতি হিসেবে কাজ করে এবং বিশাল ডেটা ভান্ডারের প্যাটার্নগুলো ধরতে পারে।’ পদার্থ বিজ্ঞানের উন্নত গবেষণার জন্য কৃত্রিম এই নিউরাল নেটওয়ার্ক ব্যবহৃত হয় জানিয়ে এলেন মুন বলেন, ‘এগুলো আমাদের প্রতিদিনের জীবনের অংশ। যেমন- এর মাধ্যমেই যন্ত্রে মানুষের মুখচ্ছবি শনাক্ত ও ভাষান্তরের কাজগুলো হয়ে থাকে।’ ‘মেশিন লার্নিংয়ের উদ্ভাবন মানুষকে আরও দ্রুত অধিক নির্ভরযোগ্য সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তবে মেশিন লার্নিংয়ের বিশাল সুবিধার পরও এর দ্রুত বিস্তার আমাদের ভবিষ্যতের ব্যাপারে উদ্বেগ তৈরি করেছে। সামষ্টিকভাবে মানবজাতির সর্বোত্তম সুবিধার জন্য এই নতুন প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহারের দায়িত্বও মানুষের ওপর বর্তায়।’ বিজ্ঞানী জন হপফিল্ড যুক্তরাষ্ট্রের শিকাগোতে ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক। নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটি থেকে ১৯৫৮ সালে পিএইচডি সম্পন্ন করেন। কানাডার গবেষক জেওফ্রে হিন্টন জন্মগ্রহণ করেন লন্ডনে ১৯৪৭ সালে। কানাডার টরেন্টো ইউনিভার্সিটির এ অধ্যাপক ১৯৭৮ সালে এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। বরাবরের মতোই চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে গত সোমবার চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয়। আজ বুধবার রসায়নে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণার পর কাল বৃহস্পতিবার আসবে সাহিত্যের নোবেল ঘোষণা। এরপর শুক্রবার শান্তি এবং আগামী ১৪ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে।