অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের শঙ্কা নেই। এবার পূজা যেন আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্য সময় নিরাপত্তায় পুলিশ, স্বেচ্ছাসেবক, গ্রামপুলিশ থাকত। এবার তাদের সঙ্গে র্যাব, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী ও বিমানবাহিনী মোতায়েন থাকবে। আমি আশা করি এবার পূজা খুব ভালোভাবে হবে। গতকাল বিকালে শহরের জয়দেবপুর বাজারের কৃপাময়ী কালী মন্দিরের দুর্গামণ্ডপ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বীজ প্রত্যয়ন এজেন্সি ও বাংলাদেশ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (নাটা) পরিদর্শন করেন। এ সময় তিনি এসব প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন বিভাগ ও প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এবারের দুর্গাপূজা উদযাপনে সরকারের তরফ থেকে যত ধরনের সহযোগিতা দরকার তা করা হবে। এবার পূজার জন্য সর্বোচ্চ বরাদ্দ ৪ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে কোনো সরকার পূজা উদযাপনে ৪ কোটি টাকা বরাদ্দ দেয়নি। পূজা উপলক্ষে এবারই প্রথম ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করা হয়েছে। এবার আপনারা খুব শান্তিতে এবং আনন্দের সঙ্গে পূজা উদযাপন করবেন। বাজার সিন্ডিকেটের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় চেষ্টা করছে বাজার সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য। আমার মনে হয়, খুব শিগগিরই বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে। যদি কোনো সিন্ডিকেট থাকে সেটি বাণিজ্য মন্ত্রণালয় ভেঙে দেবে।
কৃষির উন্নয়নে কৃষি বিজ্ঞানীদের প্রশংসা করে কৃষি উপদেষ্টা বলেন, দেশের জন্য সবচেয়ে বেশি অংশগ্রহণ হচ্ছে কৃষির। কৃষির উন্নয়নের জন্যই আমরা এখনো খাবার পাচ্ছি। কৃষির উন্নতির জন্য কাজ করছে কৃষি ও ধান গবেষণা ইনস্টিটিউট। তিনি দেশে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে করার আহ্বান জানান।এ সময় কৃষি সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার খোন্দকার মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার আহমার উজ্জামান, জেলা প্রশাসক নাফিসা আরিফীন, পুলিশ সুপার মো. আবুল কালাম আযাদ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. মো. আবদুল্লাহ ইউছুফ আখন্দ, ব্রির মহাপরিচালক ড. মো. খালেকুজ্জামান, গাজীপুর মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি অরুণ কুমার সাহা ও সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।