বিচারকাজে ব্যবহার উপযোগী করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান সংস্কারকাজের অগ্রগতি দেখতে পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা দুই উপদেষ্টার সঙ্গে ছিলেন। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আইন উপদেষ্টা ও গণপূর্ত উপদেষ্টা সকাল সাড়ে ৮টায় ট্রাইব্যুনালের ভবন ও ভবনসংলগ্ন এলাকা সবকিছু পরিদর্শনে এসেছিলেন। ওনারা মূলত এসেছিলেন আমাদের পুরাতন যেটা কোর্ট বিল্ডিং, যেটা ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহৃত হতো, এটার সংস্কারকাজ চলছে, সেটার অগ্রগতি দেখার জন্য। তাঁরা ঘুরে ঘুরে দেখেছেন। প্রসিকিউশনের পুরাতন অফিস, সেটার পরিদর্শন করে প্রকৌশলীদের কাছ থেকে কাজের অগ্রগতি জেনেছেন। তাঁদের তাগিদ দিয়েছেন যত দ্রুত সম্ভব পুরাতন কোর্ট বিল্ডিংটাকে ব্যবহার উপযোগী করে যেন মূল বিচারকাজটা সে ভবনে শুরু করা যায়।